

পাবলিক ভয়েস : একাদশ সংসদ নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলামা আলমগীর।
আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটায় ড কামাল হোসেনের বেইলী রোডের বাড়িতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন একাদশ সংসদ নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে।অত্যন্ত ন্যক্কারজনকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের অপব্যবহার করে এবং সেনাবাহিনীর কার্যকর ভূমিকাকে নিষ্ক্রিয় করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।
তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি করেছে ঐক্যফ্রন্ট। এ দাবি আদায়ে জাতীয় সংলাপ করা, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে, দেশব্যাপী নির্বাচন কালে ক্ষতিগ্রস্ত এলাকায় জনসংযোগ ও পরিদর্শন করবে। দু এক দিনের মধ্যে সিলেটের বালাগঞ্জে নিহত ঐক্যফ্রন্টের নেতার বাড়িতে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কথা জানান ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল।