২৫০ বছর পর মাওরি আদিবাসী হত্যার দুঃখ প্রকাশ করল যুক্তরাজ্য

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

২৫০ বছর আগে নিউ জিল্যান্ডে মাওরি আদিবাসী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আদিবাসী অ্যাকটিভিস্টরা বলে আসছেন, এইচএমএস এন্ডেভর নৌযানে করে ব্রিটিশ অভিযাত্রী জেমন কুক নিউ জিল্যান্ডে পৌঁছানোর দুই ঘণ্টার মধ্যে খুনসহ ব্যাপক সহিংসতা শুরু করে।

এসব হত্যাকাণ্ডের জন্য মাওরি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। এইচএমএস এন্ডেভর নৌযানের রেপ্লিকা ক্যাপ্টেন কুক নামে পরিচিত বিশ্বের অন্যতম নামী অভিযাত্রী জেমস কুক। তবে অনেকেই তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। ১৭৬৯ সালে ক্যাপ্টেন কুকের জাহাজ বর্তমানের পোভার্টি বে উপকূলে নোঙ্গর করলে মাওরি আদিবাসীরা প্রথমবারের মতো ইউরোপীয়দের সংস্পর্শে আসে।

ব্রিটিশ হাইকমিশনার লরা ক্লার্ক বলেন, ‘ঠিক কী কারণে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা আজ আর জানা সম্ভব নয় কিন্তু যেটা পরিষ্কার তা হলো এন্ডেভর এর ক্রু সদস্যরা আপনাদের পূর্বসূরিদের গুলি করেছিল আর হত্যা করেছিল এবং অন্যরা আহত হয়েছিল’।

বুধবার নিউ জিল্যান্ডে মাওরি সম্প্রদায়ের দুটি অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লরা ক্লার্ক। নাগাতি ওয়ানওয়ান হাপু ও রঙ্গোওয়াকাতা ইয়িতে আয়োজিত এসব অনুষ্ঠানে ক্যাপ্টেন কুকের জাহাজ কর্মীদের হাতে নিহত নয় মাওরি আদিবাসীকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গ্রিসবোর্ন শহরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হয়।

‘জোসেফ বাংকসের (ওই অভিযানের উদ্ভিদ বিজ্ঞানী) ডায়েরি অনুযায়ী ওই সময়ে এই ঘটনায় এন্ডেভরের ক্রু সদস্যরা প্রচন্ড দুঃখ পেয়েছিল আর আজ এখানে আমি দুঃখ প্রকাশ করছি’, বলেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বজন হারানোর বেদনা সময়ের সঙ্গে হারিয়ে যায় না বুঝতে পেরে আমি আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন