নাগরিক শনাক্ত হলে রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে মিয়ানমার

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেবে মিয়ানমার। নাগরিক হিসেবে শনাক্তের পর রোহিঙ্গাদের পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এটিকে ঢাকার জন্য বড় অর্জন হিসেবেও দেখছেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন (২৪ সেপ্টেম্বর) চীনের সহযোগিতায় বৈঠকে বসেন বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের দেশে ফেরানোর আনুষ্ঠানিক প্রক্রিয়ায় চীনকে সঙ্গে নিয়ে একটি ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী ফোরাম গঠন করতে সম্মত হয় মিয়ানমার।

ঢাকায় বুধবার এক আলোচনা সভায় মোমেন বলেন, ‘নাগরিকত্ব শনাক্তকরণে রোহিঙ্গাদের যে আবেদনপত্র পূরণ করতে দেওয়া হয়েছিল, তাতে ভুল থাকার কথা মিয়ানমার স্বীকার করেছে৷ শনাক্ত হওয়া নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে মিয়ানমার। ‘তারা নতুন নতুন ফরম দিতে এবং নাগরিকত্ব শনাক্ত হওয়ার পর সবাইকে জাতীয় পরিচয়পত্র দিতে রাজি হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সম্প্রদায়ের ৭ লাখেরও বেশি মানুষ। আগে থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ রোহিঙ্গা। এখন বাংলাদেশে প্রায় এগারো লাখ রোহিঙ্গা বাস করছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন