সুবর্ণচরে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

ডেস্ক প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে নির্যাতিত সেই নারীর বিষয় জানতে আগামীকাল (৯ ডিসেম্বর) সুবর্ণচর যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকনের নেতৃত্বে প্রতিনিধি দল নোয়াখালী যাচ্ছে।

নোয়াখালী যাওয়ার বিয়য়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক শহিদুল ইসলাম কবির এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করীম সাহেবের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন পাবলিক ভয়েসকে বলেন,
‘আমরা এ বিষয়ে আগেই প্রতিবাদ বিবৃতি দিয়েছি, এবার আমরা সরেজমিনে দেখতে যাচ্ছি’

কতজন থাকছেন প্রতিনিধি দলে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় অনেক দায়িত্বশীলরাই থাকছেন তবে তাদের সংখ্যা কতজন হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। নোয়াখালীর দায়িত্বশীলরাও সোখানেও কেন্দ্রীয় নেতাদের সাথে থাকবে বলে জানিয়েছেন তিনি।

নোয়াখালী থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে:

আগামীকাল নোয়াখালীতে নির্যাতিত মহিলাকে দেখতে আসছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

নোয়াখালীতে নির্যাতিত সেই মহিলাকে দেখতে আগামীকাল ঢাকা থেকে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আগামীকালকের প্রতিনিধি দলে যারা থাকতে পারেন;

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল এই ছাড়া নোয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইশা ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে থাকবেন। আগামী কালকের সবধরনের প্রস্তুতি সমাপ্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটি।এই বিষয়ে ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী দক্ষিণের সহ-সভাপতি মু.ইকবাল জানান আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় নেতৃৃবৃন্দসহ নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে জমায়েত হবেন এরপর গাড়ি বহর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মাইজদী সদর হাসপাতালে নির্যাতিত মহিলাকে দেখতে যাবেন এবং পরে সুবর্ণচরে মহিলাটির গ্রামেও যাওয়ার কথা আছে তাদের বলে জানান তিনি।

প্রসঙ্গত: ধানের শীষ প্রতীকে ভোট না দেয়ায় ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের কর্মীরা। সারাদেশ থেকে কঠোর প্রতিবাদ শুরু হলে এই জঘন্যতম অপরাধের সাথে জড়িত বেশিরভাগ আসামীকেই গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন