জার্মানিতে সর্ববৃহৎ সাইবার হামলা: আটক অভিযুক্ত তরুণ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

পাবলিক ভয়েস: জার্মানিতে সাইবার হামলা চালানোর দায়ে ২০ বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটিতে এ যাবত কালের সর্ববৃহৎ সাইবার হামলার সঙ্গে জড়িত ছিলেন এ তরুণ।

চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ দেশটির শত শত রাজনীতিবিদ এ সাইবার হামলার শিকার হয়েছিলেন। এ ছাড়া, সাইবার হামলার মাধ্যমে হাতিয়ে নেয়া তাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়।

মধ্যাঞ্চলীয় প্রদেশ হেসে অবস্থিত এ ব্যক্তির বাসভবনে পুলিশ তল্লাসি চালিয়েছে। দেশটির ফেডারেল ক্রিমিনাল পুলিশের বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয় নি।

অবশ্য জার্মান সংবাদপত্র ডার স্পেইগেলের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, আটক তরুণ হামলার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। এ ছাড়া, সাইবার হামলার সঙ্গে বিদেশি কোনো নিরাপত্তা সংস্থার যোগসাজশ নেই বলে ওয়েবসাইটের খবরে উল্লেখ করা হয়।

 

পার্সটুডে/

মন্তব্য করুন