জাতিসংঘে নীরব মোদি, দেশে ফিরে পাকিস্তানকে হুঙ্কার

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোচ্চার থাকলেও নীরব ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে হোক জাতিসংঘে মুখ থেকে বুলি বের না হলেও ভারতে ফিরে এসে ইস্যুটি নিয়ে সরব হয়েছেন তিনি। দেশের ফিরে জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি ৩ বছর আগে এই ২৮ সেপ্টেম্বরের রাতেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারতীয় সেনা -সেকথা উল্লেখ করে হুঙ্কার দেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর।

জাতিসংঘের মঞ্চে ইমরান খান কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন। বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল কাশ্মীর ইস্যু। কিন্তু মোদি তার বক্তৃতায় পাকিস্তানের নামটা নিতে পারেননি। কিন্তু দেশের মাটিতে পা দিয়েই সার্জিকাল স্ট্রাইকের কথা স্মরণ করিয়ে মোদি ইমরানকেই জবাব দিলেন বলে মনে করছেন বিজেপি নেতারা।

ভাষণে মোদি বলেন, ‘৩ বছর আগে সে-ও এক ২৮ সেপ্টেম্বরের রাত ছিল। আমি গোটা রাত জেগে ছিলাম। চোখের পাতা এক করতে পারিনি, কখন টেলিফোন বাজবে। মোদি পাক বাহিনীর হাতে ভারতের মৃত সেনাদের স্বরণ করেন বলেও জানান।মোদি ভারতে পৌঁছলে তাকে স্বাগত জানাতেও জোগাড় করা হয় ২০ থেকে ৩০ হাজার সমর্থক। দিল্লির বিজেপি নেতারা স্বাগত জানানো এই লোক জোগাড়ের কাজটা করেছেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন