

শনিবারের কঠোর নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়। এ নির্বাচন বাঞ্চাল করার লক্ষ্যে দেশব্যাপী একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে । বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এখবর দিয়েছে। খবরে হামলাকারীদের সন্ত্রাসী এবং জঙ্গি বলে উল্লেখ করলেও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এরআগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। রক্তক্ষয়ী এ নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী দেশের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে। নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা চালানো হবে বলে সাম্প্রতিক দিনগুলোতে তালেবান ফের হুমকি দেয়।
খবরে বলা হয়েছে, হাসপাতালের এক পরিচালক বলেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভোট গ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর একটি ভোট কেন্দ্রে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশের আরো অনেক ভোট কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান।
দেশটিতে ৯৭ লাখের মতো নিবন্ধিত ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ও ভোটারদের সুরক্ষায় দেশের ৩৪টি প্রদেশে মোতায়েন থাকছে ৩ লাখ নিরাপত্তা কর্মী। থাকছে ১ লাখ পর্যবেক্ষক। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন। এবারের নির্বাচনে প্রায় ৫ হাজার ভোট কেন্দ্র সুরক্ষায় প্রায় এক লাখ আফগান সেনাকে বিমান সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বাহিনী। তালেবান নিয়ন্ত্রিত এলাকার চার শতাধিক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এবারের নির্বাচনে প্রার্থী ১৮।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস