

জেহাদি সংগঠনের নেতা হাফিজ সাইদ মাসিক খরচ চালানোর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন টাকা তুলতে পারেন, জাতিসংঘে সেই অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। এ ব্যাপারে কোনও আপত্তি না-ওঠায় জাতিসংঘ সেই অনুরোধে সম্মতি দিয়েছে। ১৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পাকিস্তানের অনুরোধে কোনও দেশ আপত্তি জানায়নি।
মাসিক ন্যূনতম খরচ চালানোর জন্য জামা-উদ-দাওয়া প্রধানকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হচ্ছে। হাফিজ সাইদকে ‘স্পেশ্যালি ডেসিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ উপাধী দিয়েছে আমেরিকার ট্রেজারি দফতর। হাফিজ সইদের বিচারে সাহায্য করে এমন তথ্য দেওয়ার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়।
ইউএনএসসি’র রেসোলিউশন মেনে সইদের ব্যাংক অ্যাকাউন্ট স্তব্ধ করে রেখেছে পাকিস্তান সরকার। তারা জাতিসংঘের কাছে অনুরোধ করে, নিজের পরিবারের খরচ চালানোর জন্য প্রায় এক হাজার ডলার ব্যাংক থেকে তুলতে অনুমতি দেওয়া হোক সাইদকে।
আই.এ/পাবলিক ভয়েস