
রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাব রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ক্লাবে অভিযান পরিচালনা হলো। তবে এবার ক্লাবটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে র্যাব।
অভিযান শেষে বৃহস্পতিবার দুপুরে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, এবার ক্লাবটি সিলগালা করে দেওয়া হবে। তিনি বলেন, তারা পরিমানের চেয়ে অতিরিক্ত মদ ও বিয়ার রেখেছিল। এ সময় ৩ জনকে আটক করা হয়।
এর দু’দিন আগে গেলো সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।
পুলিশের অভিযানের দু’দিন পর বুধবার মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
/এসএস
