এবার ইয়েমেনের মসজিদে হামলা করলো সৌদি আরব

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ইয়েমেনের ওমরান প্রদেশের একটি মসজিদে বিমান হামল করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।  এ হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিখাঁজ রয়েছে আরও দুইজন শিশু। সোমবার সৌদি আরব এই হামলা চালায় বলে আল-মাসিরাহ টিভি। 

খবরে জানো হয়েছে, একটি পরিবার ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। হামলার পর দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের খুঁজতে মসজিদ ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে বিমান হামলার বিষয়টি নিয়ে সৌদি জোটের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ধামার প্রদেশে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়। হামলায় আহত হয় আরও ১০০ জন। খবরে বলা হয়, বন্দিদের সবাই যুদ্ধবন্দি ছিলেন। কারাবন্দি বিষয়ক ইয়েমেনের জাতীয় কমিটির প্রধান কাদের আল-মোরদাতা জানিয়েছেন, কারাগারে ১৭০ জনের বেশি যুদ্ধবন্দি ছিলেন। এদের বেশিরভাগই স্থানীয় বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন