মুসলিম লীগের সহ-সভাপতি হিসাবে মরিয়ম উপযুক্ত

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

পাকিস্তান নির্বাচন কমিশন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি হিসাবে মরিয়ম নওয়াজের নিয়োগকে চ্যালেঞ্জ বর্ণনা করে তেহরিক-ই-ইনসাফের নেতাদের  দায়ের করা আবেদনটি বাতিল করে দিয়েছে। মুসলিম লীগের সহ-সভাপতি হিসাবে মরিয়ম উপযুক্ত বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার পাকিস্তান টুডে এখবর দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরদার মোহাম্মদ রাজা খানের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রায় দিয়েছে, মরিয়মকে দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া যাবে না এবং তার কোনও ‘কার্যকরী দলীয় পদ’ মেনে নেওয়া উচিত নয়।’

ইসিপির এই রায় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে পিএমএল-এনের মুখপাত্র মেরিয়াম আওরঙ্গজেব বলেছেন, পিটিআই ‘সস্তা প্রচার’ করার আবেদনটি নিয়ে ইসি-তে গিয়েছিল। মরিয়ম নওয়াজকে পাকিস্তানের জনগণের সহায়তার জন্য কোনও পদ বা পদবি দেওয়ার দরকার নেই।’

তিনি আরও বলেছেন, ‘সংবিধান ও আইন পুনরুদ্ধারের জন্য মরিয়মের  জন্য যে কারও সেবা গোপনীয় নয় …।  তিনি পাঁচ বছর কাজ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে।

এদিকে, মরিয়মের আইনজীবী ব্যারিস্টার জাফরউল্লাহ বলেছেন, পাকিস্তানের আইনে এমন কোনও শর্ত নেই যা কোনও ব্যক্তিকে দলীয় পদে অধিষ্ঠিত হতে বাধা দেয়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন