জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যুতে চুপ রইলেন মোদি: মালয়েশিয়া

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

জাকির নায়েককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মহাথির মহম্মদ। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কখনই ইসলাম প্রচারক জাকির নায়েককে বহিঃসমর্পণ করার ইস্যু নিয়ে কোন কথা বলেননি। ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে এবিষয়ে কোন কথা তাদের হয়নি।

একটি সংবাদসংস্থাকে দেওয়া খবরে তিনি জানিয়েছেন, ‘খুব বেশি দেশ নেই যারা জাকির নায়েককে চায়। আমার শুধু মোদির সঙ্গে দেখা হয়েছে। তবে তিনি জাকির নায়েককে নিয়ে তিনি কিছু জিজ্ঞাসা করেননি, কোন কথা হয়নি’ ভারত-মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদ্র সাক্ষাতের কথা জানিয়ে বিদেশ মুখপাত্র বিজয় গোখলে বলাছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদী জাকির নায়েকের বিষয়টি নিয়ে সরব হয়েছেন। দু’জনই সিদ্ধান্ত নিয়েছেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে মালয়েশিয়া নিউ দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবে।’

দেশছাড়া করার সিদ্ধান্ত না নিলেও, জাতি বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে কিছুদিন আগেই নায়েকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। নজরদারি চালাচ্ছে সেই দেশের সরকার। জুলাইয়ের ১৪ তারিখ জাকির নায়েক বলেছিলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের তুলনায় মালয়েশিয়ার হিন্দুরা ১০০ শতাংশ বেশি অধিকার ভোগ করে থাকেন। পাশাপাশি কোটা বারুতে এক সভায় তিনি আরও বলেন, মালয়েশিয়ার হিন্দুরা মহাথীর মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত। জাকিরের এই মন্তব্যে উঠেছে ঝড়। প্রতিবাদ জানিয়েছে দেশের একাধিক মহল।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন