
এনামুল হাসান ফা’রুকী:
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী’র উর্দূ ভাষায় রচিত ‘তারানায়ে দারুল উলুম হাটহাজারী’ রিলিজ হয়েছে৷
আল্লামা বাবুনগরী এশিয়ার একজন খ্যাতিমান হাদীস বিশারদ, লেখক, গবেষক৷ পাশাপাশি তিনি উর্দূ ভাষার একজন প্রখ্যাত কবি ৷বিভিন্ন বিষয়ে তাঁর লিখিত উর্দূ কাব্য রয়েছে৷
সংক্ষেপিত ৩৭ লাইনের উর্দূ কাব্যে আল্লামা বাবুনগরী দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার গুনাগুণ ও বৈশিষ্ট্য নিপুণভাবে তুলে ধরেছেন ৷
আল্লামা বাবুনগরীর এ উর্দূকাব্যে আকাবীরীনে (ইসলামের জন্য যুগে যুগে যারা অবদান রেখেছেন তাদের কওমী মাদরাসার পরিভাষায় আকাবীর বলে) দারুল উলুম দেওবন্দের হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ, শাহ ওলীউল্লাহ মুহাদ্দেসে দেহলভী রহ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ, মুজাদ্দেদে আলফে সানী আল্লামা রশিদ আহমদ গংগুহী রহ, শিব্বির আহমদ ওসমানী রহ,আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ, হাকীমুল উম্মাত আশরাফ আলী থানভী রহ, সায়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ, এবং দারুল উলুম হাটহাজারীর বাণী আল্লামা হাবীবুল্লাহ কুরাইশী রহ,আল্লামা সূফী আজিজুর রহমান রহ,বাংলার প্রথম শাইখুল হাদীস আল্লামা সাঈদ আহমদ সন্দীপী রহ, আল্লামা জমিরুদ্দীন রহ,আল্লামা আব্দুল ওয়াহহাব রহ, আল্লামা আব্দুল হামীদ,মুফতীয়ে আজম আল্লামা মুফতী ফয়জুল্লাহ রহ, খতীবে আজম সিদ্দিক রহ, আল্লামা আব্দুল কাইয্যুম রহ,আল্লামা আব্দুল আজীজ রহ, শাইখুত তাফসীর, তানজিমুল আশতাত রচয়িতা আল্লামা আবুল হাসান রহ,মুফতী আহমদুল হক রহ, আল্লামা শাহ আহমদ শফী দা বা, সহ দারুল উলুম হাটহাজারীর আকাবীরিনদের শান ও মান চমৎকারভাবে ফুটে উঠেছে ৷
হাটহাজারী মাদরাসা নিয়ে লিখিত আল্লামা বাবুনগরীর এ তারানায় কন্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত পাকিস্তানের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী, দেশ ও আন্তর্জাতিকভাবে পরিচিত কন্ঠ শিল্পী হাফেজ হাবীবুল্লাহ আরমানী৷
ধারা বর্ণনায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ, সাউন্ড সিস্টেম নাশিদ স্টুডিও,ভিডিও এডিটর ওবাইদুল্লাহ ওবাইদুল্লাহ ওবাইদ)সহযোগিতায় মাওলানা ইন’আমুল হাসান ফারুকী ও মাওলানা রাশীদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ আসাদসহ অনেকেই।
আজ ৭ জানুযারী সোমবার, “কওমী ভিশনের” সৌজন্যে আল্লামা বাবুনগরীর “তারানায়ে দারুল উলুম হাটহাজারী “আনুষ্ঠিকভাবে রিলিজ হয়েছে।