

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ সংসদীয় আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধাারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
নানক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রংপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে।
দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গত ১৪ জুলাই মারা যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। এরপর ১৬ জুলাই ওই আসনটিকে শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আইন অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা রয়েছে। সে অনুযায়ী ইসি তফসিল ঘোষণা করে। আগামী ৫ অক্টোবর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।