কঙ্গোতে নৌকা ডুবে ৩৬ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

ডিআর কঙ্গোর কঙ্গো নদীতে নৌকা ডুবে অন্তত ৩৬ যাত্রী নিখোঁজ হয়ে গেছেন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইতোমধ্যেই নৌকাটির ৭৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে নৌকাটি দেশের মাই ডোমবে প্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে যাওয়া অবস্থায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীদের বেশির ভাগই সাঁতার জানতেন না। এমনকি তাদের পরনে লাইফ জ্যাকেটও ছিল না।

ডুবে যাওয়া নৌকাটি ১৩০ ফুট লম্বা হবে। এখন পর্যন্ত নৌকাটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী তোলার কারণে এ ঘটনা ঘটেছে।

এদিকে, সংশ্লিষ্ট প্রতিনিধিরা বলছেন, অনিরাপদ ব্যবস্থার কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন