
কলম্বিয়ার আবাসিক এলাকা পোপায়ানে গতকাল রোববার একটি ক্ষুদ্র বিমান বিধ্বস্ত হলে এর সাত আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনার সময় বিমানটিতে ওই নয়জন আরোহী ছিলো বলে জানা গেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, গতকাল রোববার দুপুরে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা পোপায়ান বিমানবন্দর থেকে লোপেজ ডি মিকাই এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় এটি কিছু টিনসেট ঘরের চালে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় বিমানের নয় আরোহীর সাতজনই মারা যান। গুরুতর আহত বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার এক শিশুও দুর্ঘটনায় আহত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায় ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়ির চালে পড়ে রয়েছে বিধ্বস্ত বিমানটির ভাঙাচোরা অংশ। দুর্ঘটনার পরপরই স্থানীয় এক উদ্ধারকারী দল এলাকাবাসীর সহায়তায় এগিয়ে আসে। একটি ছোট বিমান বিধ্বস্ত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
জিআরএস/পাবলিক ভয়েস

