ইসরাইলের সাথে সম্পর্কের কথা বললে তাকে আরব সাগরে ফেলে দাও: আলী মোহাম্মাদ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

‘কেউ ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের কথা বললে তাকে আরব সাগরে ফেলে দাও’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মুহাম্মদ খান।

সম্প্রতি ইসরাইলের সাথে পাকিস্তান সম্পর্ক পুনস্থাপন করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়ালে তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ক্যাপিটাল টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

ইসরাইলের সাথে সম্পর্ক পুনস্থানের ব্যাপারে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন মানে কায়েদে আজমের আদর্শ থেকে সরে আসা। সুতরাং এ বিভ্রান্তি বন্ধ করতে হবে।

এদিকে সন্ত্রাসবাদী ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।

মোহাম্মদ ফয়সাল বলেছেন, ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে গোপন যোগাযোগের কোনও ঘটনা ঘটেনি। কারণ পাকিস্তান ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না।

ফিলিস্তিনের জনগণের আন্দোলনের প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

/এসএস

মন্তব্য করুন