

৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়াকে ‘ট্রেলার’ বলে বর্ণনা করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ‘গোটা সিনেমাটা এখনও বাকি রয়েছে!’ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের কৃষক এবং ছোট ব্যবসায়ীদের পেনশন প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী। তার পরে রাঁচীর জগন্নাথপুর ময়দানের জনসভায় বক্তৃতা দেন।
বক্তৃতায় মোদি বলেন, তার দ্বিতীয় সরকার দুর্নীতি ও সন্ত্রাসবাদকে দেশ থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর। সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম উল্লেখ না করে মোদি বলেন, কেউ কেউ নিজেকে আইন ও আদালতের ঊর্ধ্বে ভাবতেন। এখন জামিন চেয়ে তারা কোর্টে দৌড়চ্ছেন।
পেনশন প্রকল্প চালু করে মোদি বলেন, ‘এই প্রকল্পে দেশ জুড়ে ছোট ব্যবসায়ী ও কৃষকরা মাসে ৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন।’ রাঁচীর নতুন বিধানসভা ভবনেরও উদ্বোধন করেন তিনি।
গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা।
একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর ইতোমধ্যে ইস্যুটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের ভূমিকার সমালোচনা শুরু করেছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।
তবে ভারতের দাবি, বিষয়টি অভ্যন্তরীণ। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা উচিত। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরেও স্বাধীনতাকামীদের দমন করছে পাকিস্তান। চলতি বছরেই জেকেএলএফের ১৯ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস