

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে বিশ্বে শান্তি আসবে না। তিনি এক টুইটে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে।
ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিন ইস্যুর একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান করা না হলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের অবস্থান স্থিতিশীল এবং কাতার বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর মতো ফিলিস্তিন ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফিলিস্তিন ইস্যুতে কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত যখন ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে তখন কাতারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।
আই.এ/পাবলিক ভয়েস