কাশ্মীর পরিস্থিতিতে বসে থাকবে না পাকিস্তান: জাতিসংঘে পাক প্রতিনিধি

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি

মুহসিন মোল্লা: জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি আন্তোনিও গুতেরেসের সামনে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মালিহা লোধি বলেন, ‘দিন দিন কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতি এমন খারাপ হতে থাকলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান।’ ডেইলি পাকিস্তান আজ মঙ্গলবার এ তথ্য দিয়েছে।

৫ আগস্ট অবৈধ ভারতীয় পদক্ষেপগুলি কাশ্মীরে অনেক সংকট সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ভারত এই অঞ্চলে শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, গত ৩৫ দিনের যাবত কাশ্মীরের উপর চাপানো কারফিউ স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কারফিউ পুরো উপত্যকাটিকে মৃত নগরীতে পরিণত করে দিয়েছে, ভারতীয় পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা কাউন্সিলের স্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা।

একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর ইতোমধ্যে ইস্যুটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের ভূমিকার সমালোচনা শুরু করেছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। তবে ভারতের দাবি, বিষয়টি অভ্যন্তরীণ। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা উচিত। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরেও স্বাধীনতাকামীদের দমন করছে পাকিস্তান। চলতি বছরেই জেকেএলএফের ১৯ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

ডেইলি পাকিস্তান থেকে মুহসিন মোল্লার অনুবাদ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন