
সীমান্ত পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ঢোকার চেষ্টা করল ৭৫জন পাকিস্তানি চিকিৎসক। তাদের সঙ্গে ছিল নার্স ও চিকিৎসাব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মী। কাশ্মীরে চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরিষেবা কাশ্মীরিদের দিতে চাইছেন তারা। তারা জানতে পেরেছেন কাশ্মীরের যোগাযোগ রোগীরা ঝুঁকির মধ্যে রয়েছে। আর একারণে তারা সেবা দিতে চান।
সোমবার এই দাবি নিয়েই সীমান্ত পেরোতে উদ্যোগী হলেন এই সব পাকিস্তানি চিকিৎসকরা। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। রবিবার বিকেলে মুজফফরাবাদে গিয়ে পৌঁছন এই ৭৫ জন চিকিৎসকের দল। সোমবার সকালে তাদের সঙ্গে যোগ দেন আরও ১০০ জন চিকিৎসক ও চিকিৎসা কর্মী।

দ্যা নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত রিপোর্ট অন্তত তাই বলছে। গত সপ্তাহেই সংবাদপত্র দ্য ডন জানিয়েছিল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এবং পাকিস্তান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল মেডিসিন একটি সিদ্ধান্ত নেয় যে ভারতের কাশ্মীরিদের সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দিতে একটি দল কাশ্মীরে যাবে।
এটাও জানানো হয়েছিল, যে ওই চিকিৎসক দলের কাছে থাকবে প্রয়োজনীয় ওষুধ। যা বিলি করা হবে কাশ্মীরিদের মধ্যে। ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর প্রফেসর জাভেদ আক্রম ভারতের তরফে অনুমতি চান প্রবেশের। বলা হয় এই চিকিৎসক দলকে যেন কাশ্মীরে প্রবেশ করতে দেওয়া হয়।
আই.এ/পাবলিক ভয়েস

