বড় ধরনের হামলা চালাতে জাইশ নেতার মুক্তি?

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার

কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের জেহাদি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে। এমনটি দাবি করেছে ভারত। এদিকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর দাবি করেছে, শিয়ালকোট, জম্মু ও রাজস্থান সীমান্তে বড় ধরনের হামলা চালানোর জন্য পাকিস্তান জাইশ নেতাকে মুক্তি দিয়েছে। হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, জইশ-ই-মুহাম্মদসহ জেহাদি সংগঠনগুলোকে সহযোগিতা করতেই ওই দুই সীমান্তে সেনা বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার এক সভায় কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়ে সেখানে দমন-পীড়ন চালানোর জন্য ভারতের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কাশ্মীরিদের ওপর চালানো নির্যাতন বিশ্ব সম্প্রদায় চুপচাপ দেখে যাচ্ছে। এর পরিণতি ভালো হবে না। নির্যাতিত এসব মানুষ এক সময় ঘুরে দাঁড়াবেই।

উল্লেখ্য, ৩ বছর আগে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে ভারতের চাপে ২০১৬ সালের জানুয়ারিতে জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে আটক করে পাকিস্তান সরকার।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন