কাশ্মীরে অভিযানের সময় নদীতে পড়ে ভারতীয় সেনার মৃত্যু

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে দফদার আসলাম খান নামের এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ইন্ডিয়া টুডে’র খবর, গত শুক্রবার সেন্ট্রাল কাশ্মীরের ওয়াসান এলাকায় সার্চ ও করডোন অভিযানের সময় পা পিছলে নদীতে পড়ে যান আসলাম খান।

এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তাকে বাঁচানো যায়নি। শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। ৩৯ বছর বসয়ী দফাদার আসলাম খান ২০০০ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুই ভাগে বিভক্ত করে এবং ভারতের সঙ্গে রাজ্যটিকে একীভূত করে নিয়েছে। এর বিরুদ্ধে সেখানকার জনগণ প্রতিবাদে ফুঁসে উঠলে ভারত সরকার কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সেখানে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেখেছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন