তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

আফগান যুদ্ধ নিরসনে জেহাদি সংগঠন তালেবানের সঙ্গে অনুষ্ঠিতব্য শান্তিচুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর কয়েকটি টুইটে তিনি জানান, রবিবার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিলো তার। কিন্তু কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পর তিনি সেই বৈঠক বাতিল করেন এবং জানান, তিনি কোনও ধরনের সমঝোতা করা হবে না।

টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে সামরিক জোট ন্যাটো হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে জেহাদি সংগঠনটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা।

তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই আফগান ও মার্কিন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষরিত হয়।যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ জানিয়েছেন, আফগানিস্তানের ৫টি সেনাঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের একটি খসড়া কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। এই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী জালমায় খালিজাদ জানিয়েছিলেন সোমবার তালেবানদের সঙ্গে মূল চুক্তি হতে পারে।

চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে ৫ হাজার ৪০০ সেনা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বৃহস্পতিবারের হামলায় শঙ্কা তৈরি হয়েছে যে শান্তিচুক্তির পরও হামলা চালিয়ে যেতে পারে তালেবান। আর এমন সময়ই ট্রাম্প জানালেন যে চুক্তি হচ্ছে না।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন