
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র উপ-মহাসচিব শেইখ নায়িম কাসিম বলেছেন, হিজবুল্লাহর সাম্প্রতিক দাঁতভাঙা জবাবে টনক নড়েছে দখলদার ইসরাইলের। তারা বুঝতে পেরেছে লেবানন একটি স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র এবং ইহুদিবাদীদের হুমকিতে তারা ভীত নয়।
কয়েক দিন আগে হিজবুল্লাহ ইসরাইলের একটি সামরিক গাড়িতে হামলা চালিয়েছে, এর ফলে এর সব আরোহী আহত অথবা নিহত হয়েছে। ইসরাইল লেবাননের ভেতরে হামলার জন্য ড্রোন পাঠানোর পরই হিজবুল্লাহ কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেয় এবং কয়েক দিনের ব্যবধানে পাল্টা হামলা চালায়।
নায়িম কাসিম এ প্রসঙ্গে বলেন, হিজবুল্লাহর পাল্টা জবাবের ফলে সংঘাতের ক্ষেত্রে শত্রুদের হিসাব-নিকাশ পাল্টে গেছে এবং ইহুদিবাদীদের সমর্থকদের সব চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর পাল্টা আঘাতে দখলদাররা হতভম্ব হয়ে গেছে এবং তাদের সব পূর্বপরিকল্পনা ভেস্তে গেছে।
গত ২৫ আগস্ট সকালে ইহুদিবাদী ইসরাইলের দু’টি ড্রোন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে হিজবুল্লাহ সেগুলোকে ভূপাতিত করে। একইসঙ্গে জানিয়ে দেয়, আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া হবে।
আই.এ/পাবলিক ভয়েস

