ডোরিয়ানের আঘাত: নর্থ ক্যারোলাইনার দ্বীপে আটকা ৮০০

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
নর্থ ক্যারোলাইনা

ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানার পর বাড়তে থাকা বন্যার পানিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি দ্বীপের কয়েকশ বাসিন্দা আটকে পড়েছে বলে অঙ্গরাজ্যটির সরকার ধারণা করছে। বাহামাসে তাণ্ডব চালিয়ে, অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটানোর কয়েকদিন পর শক্তি হারিয়ে শুক্রবার আটলান্টিক থেকে উদ্ভূত ঝড়টি যুক্তরাষ্ট্রের পর্যটকধন্য কয়েকটি দ্বীপে আছড়ে পড়ে বলে বিবিসি জানিয়েছে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার ঘূর্ণিঝড়ের কারণে ওক্রাকোক দ্বীপের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ডোরিয়ান আঘাত হানার পর ওই দ্বীপটিতে অন্তত ৮০০ লোক ‘আটকে আছে’ বলে খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে ৫ মাত্রার শক্তি নিয়ে বাহামাসে আছড়ে পড়া এ ঝড়ে ক্যারিবীয় দেশটিতে এখনও কতজন নিখোঁজ, তা বের করা সম্ভব হয়নি। নিখোঁজের এ সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার হতে পারে বলে ধারণা দ্বীপপুঞ্জটির সরকারের; যে কারণে মৃতের চূড়ান্ত সংখ্যা ‘অবিশ্বাস্য রকমের বেশি’ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার বাহামার স্বাস্থ্যমন্ত্রী ডুয়ানে স্যান্ডস ডোরিয়ানে নিহতের সংখ্যা ‘হতভম্ব করে দিতে’ পারে বলে সতর্ক করেছেন। স্থানীয় এক রেডিওতে তিনি বলেছেন,“মানুষের ভোগান্তি ও মৃতের সংখ্যা সম্বন্ধে অবিশ্বাস্য তথ্যের ব্যাপারে জনগণের প্রস্তুত থাকা প্রয়োজন।” দ্বীপটির ৭৬ হাজারের বেশি মানুষের মানবিক ত্রাণ সাহায্য প্রয়োজন বলে ধারণা দিয়েছে জাতিসংঘ।

দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্যান্ডস বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের সহযোগিতাও চেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আবাকো দ্বীপটি কার্যত বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলেও জানিয়েছে তারা। ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃতদেহ, পানি ও খাদ্য সংকটে সেখানকার পরিস্থিতি সঙ্গিন। লুটপাট ঠেকাতে দ্বীপটিতে স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন করা হয়েছে। বিমান থেকে ধারণ করা ভিডিওতে আবাকো দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন