
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কোনোভাবেই হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সেনা পাঠাবে না। রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন। মোদি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নয়া দিল্লির নেই।
তিনি বলেন, পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা সেখান থেকেই নিশ্চিত হওয়া উচিত। ইরানের কথিত হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা বেশ কিছু দিন ধরেই একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন ছাড়া অন্য মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায়নি।
গত ৯ জুলাই আমেরিকা এমন জোট গঠনের প্রস্তাব দেয়। জার্মানির পাশাপাশি জাপান, পোল্যান্ড ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে।
আই.এ/পাবলিক ভয়েস

