জাকির নায়েককে মোদির হাতে তুলে দেবে মালয়েশিয়া

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কিত এই ধর্মপ্রচারককে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর বিন মহম্মদ। ভারতীয় গণমাধ্যমের খবর।

বৃহস্পতিবার রাশিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেও জাকির নায়েকের প্রত্যর্পণের জন্য মোদি চাপ প্রয়োগ করেন মোদি।

বিতর্কিত ভাষণ দিয়ে দেশে হিংসা ছড়ানোর অভিযুক্ত জাকির নায়েককে ‘রেয়াত‘ করবে না মোদি সরকার। ভারত-মালয়েশিয়ার বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মোদি ও মহাথীর। বৈঠকের শুরুতেই জাকিরকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলেন মোদি।

দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, জাকিরকে দেশে ফেরানোর জন্য যাবতীয় সাহায্য করবে মালয়েশিয়া। দু’দেশের সরকারি আধিকারিকরা তার জন্য সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখে যাবেন।

উল্লেখ্য, ৩ বছর আগে ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে ৫৩ বছরের জাকির নায়েক।

ভারতের পর মালয়েশিয়ায় পৌঁছেও হিন্দু-খ্রিস্টান-চিনা বিরোধী বিতর্কিত ভাষণ দিয়ে স্থানীয়দের মনে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন