পশুদের মতো খাঁচায় বন্দি করা হয়েছে কাশ্মীরিদের

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

ইসমাঈল আযহার

কাশ্মীরিদের পশুদের মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মীরের প্রভাবশালী মুসলিম নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতাজা জাভেদ এ অভিযোগ করেন।

এদিকে কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে ওআইসির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি)। সংস্থাটি বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করা হয়েছে। বিরোধপূর্ণ ওই অঞ্চলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বানও জানিয়েছে ওআইসি।

এক বিবৃতিতে আইপিআরসি জানায়, বিশ্বজুড়ে সমালোচনা করা হলেও নিষেধজ্ঞা ও কারফিউয়ের মাধ্যমে কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে ভারত সরকার। তারা জানায়, পুরো কাশ্মীরই এখন বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে যেখানে নিরীহ কাশ্মীরিরা নিপীড়নের শিকার হচ্ছেন।

শ্রীনগরের মেয়র

এদিকে চিকিৎসা শেষে দিল্লি থেকে ফেরার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তুকে আবারও গৃহবন্দি করা হয়েছে। গত সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশ্মীরে চলমান বিধিনিষেধ ও রাজনৈতিক নেতাকর্মীদের বন্দির বিষয়ে বক্তব্য দিলে মঙ্গলবার দিল্লি থেকে শ্রীনগরে ফেরার পর তাকে গৃহবন্দি করা হয়েছে।

গতকাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে সুস্পষ্ট ও স্বচ্ছ অবস্থান গ্রহণ করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ করেছে পাকিস্তান। পাকিস্তান ও কাশ্মীরের জনগণ যখন মুসলিম বিশ্ব থেকে জোরালো সমর্থন আশা করছে তখন ইসলামাবাদ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই অনুরোধ জানালো। এ অবস্থায় যখন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর নীরবতার কারণে পাকিস্তান ও কাশ্মীরের জনগণের ভেতরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তখন ইসলামাবাদ এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানিয়েছে।

মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা

এদিকে মেহবুবা মুফতির মেয়ে ইলতাজা জাভদেকে আজ মায়ের সঙ্গে দেখার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। গত ৫ অগস্ট থেকে মেহবুবা মুফতি, ওমর আবদ্দুলাহসহ  প্রায় ১শ জনের মতো রাজনীতিক এখন আটক রয়েছে। জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে কাশ্মীরে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর তাদের আটক করে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার নিয়ন্ত্রীত কেন্দ্রীয় সরকার। সলিসিটর জেনারেল ইলতিজার শ্রীনগরে যাওয়ার আবেদনে বিরোধিতা করলেও সুপ্রিম কোর্ট জানায়, তিনি তার মায়ের দেখা করতে পারবেন। এবং চাইলে শ্রীনগরে অন্যান্য জায়গায় যেতে পারবেন। তবে, প্রশাসনের অনুমতি নিয়ে।

কাশ্মীরে ভারতীয় সেনাদের টহল

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থাগুলো।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন