
কাশ্মীর ফ্রিডম মার্চ নামে প্রতিবাদ সমাবেশে মধ্যদিয়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে হাজারো মানুষ বিক্ষোভ-প্রতিবাদ করেছেন। সম্প্রতি ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা লন্ডনের পার্লামেন্ট চত্বর থেকে মিছিল নিয়ে ভারতীয় হাই কমিশনের সামনে যান এবং তারা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সমবেত হয়ে কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়া, কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে তার অবসান দাবি করেন। গতকালের (মঙ্গলবার) এই বিক্ষোভ সমাবেশের ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৫ আগস্ট ভারতের নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নিয়ে রাজ্যটিকে দুই ভাগে বিভক্ত করেছে এবং ভারতের সঙ্গে একীভূত করে।
কাশ্মীরের জনগণ যাতে এর প্রতিবাদ না করতে পারে সে জন্য সেখানে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি কাশ্মীরে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে এবং ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস

