
বিআরডিবি পরিচালিত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বেতন ভাতাসহ চাকরী নিশ্চিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচিতে নেমেছে কর্মকর্তা কর্মচারী ঐক্যপরিষদ।
আজ মঙ্গলবার থেকে পল্লী ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন বঞ্চিত এসব কর্মকর্তা-কর্মচারী। ‘কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’ ব্যানারে তিন দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান ধর্মঘটে নামেন তারা।
এসময় তারা বলেন, বেতন ভাতাবিহীন ও চাকরীর অনিশ্চয়তা নিয়ে অনেক বছর ধরে দারিদ্র বিমোচন প্রকল্পে কাজ করে যাচ্ছি। কিন্তু ১৫/২০ বছর কাজ করার পরও চাকরি স্থায়ীকরণ হয়নি। বেতন-ভাতার নিশ্চয়তা দিচ্ছে না। দাবি আদায়ে উপস্থিত সকলের স্বাক্ষর সাপেক্ষে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমস্যার সমাধানে অবস্থান ধর্মঘট অব্যহত রাখেন।
/এসএস
