কাশ্মীরে ৩ পাকিস্তানি সেনা নিহত

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
প্রতীকী ছবি

সম্প্রতি ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে ভারত সরকার। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতের সেনাবাহিনীর গোলায় পাকিস্তানি তিন সেনা নিহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর একটি প্রতিবেদনে বলা হয়, পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের ওপর প্রত্যাঘাত শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গুলিতে পাকিস্তানের তিন সেনা নিহত হয়েছে। শুধু তাই নয়, পাক সেনার ৪টি ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, পুঞ্চে চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

ভারতের দাবি কয়েকদিন ধরেই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান। পাক হামলার জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা। ভারতীয় সেনাবাহিনী বলছে, রবিবারের হামলার জবাবে পুঞ্চে প্রত্যাঘাত শুরু করেছে ভারতীয় সেনারা। এতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আই.এ/পাাবলিক ভয়েস

মন্তব্য করুন