

এম এ ইউসুফ আলী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক নববধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় ১৯ ঘন্টা অতিবাহিত হলেও ওই নববধূর সন্ধান না পেয়ে রোববার বিকেল সাড়ে ৩ টায় রাঙ্গাবালী প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন তার মা।
অপহৃত ওই নববধূর মায়ের অভিযোগ, তার মেয়েকে প্রায় চার মাস আগে ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের শাহ আলম মালের ছেলে সিরাজুল মাল বিয়ে করার জন্য পরিবারের কাছে প্রস্তাব দেন। এবং তাদের প্রস্তাবে রাজি হন।
কিন্তু সিরাজুলের সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম, সিরাজুল তিনটি বিয়ে করেছে এবং মাদকাসক্ত। একারণে তারা সেই বিয়ের প্রস্তাব ভেঙে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সিরাজুল।
তিনি আরো বলেন, হুমকির ভয়ে দুই মাস আগে আমার মেয়েকে কাতার প্রবাসী এক ছেলের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বিয়েদি।
অন্যত্র মেয়েকে বিয়ে দেয়ায় শিরাজুল আরো ক্ষিপ্ত হয়। তার সদ্য বিবাহিত মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতেন সিরাজুল। একপর্যায় গত শনিবার রাতে সিরাজুল লোকজন নিয়ে একই ইউনিয়নের চতলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে।
আজ রোববার দুপুর পর্যন্ত মেয়ে নিখোঁজ থাকায় বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। ওই মেয়েকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’