কাশ্মীর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আগামীকাল

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
ভারতীয় নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কাশ্মীরের নারীরা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানান, আগামীকাল (সোমবার) ইউরোপীয় ইউনিয়ন কাশ্মীর ইস্যুতে আলোচনা করবে। এই আলোচনা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ভারত। কোরেশি জানান, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশন আগামী ২৭ সেপ্টেম্বর। এ অধিবেশনে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় পুরো বিশ্ব দেখবে পাকিস্তানের অবস্থান। ডন অনলাইন এ খবর দিয়েছে। 

শাহ মেহমুদ কোরেশি আরও বলেন, ভারত দখলীকৃত কাশ্মীরে যে মাত্রায়ই দমনপীড়ন চালানো হোক না কেন, কাশ্মীরিদের কণ্ঠকে দমিয়ে রাখা যাবে না, যারা গত কয়েকটি সপ্তাহ কারফিউয়ের মধ্যে রয়েছেন।

উমেরকোটে সমবেত জনতাকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী তিনি সেখানে গিয়েছেন। শাহ মেহমুদ কোরেশি বলেন, এই সমাবেশ থেকে মোদি ও জয় শঙ্করের কাছে একটি শক্তিশালী বার্তা চলে গেছে। তাহলো, তারা কাশ্মীরি জনগণের পক্ষে দাঁড়াতে পারেন না।

তিনি আরও বলেন, ভারত সরকার কাশ্মীরি মুসলিমদেরকে নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিয়েছে। কিন্তু পাকিস্তানে সব অমুসলিম তাদের উপাসনালয়ে অবাধে উপাসনা করতে পারছেন। তার ভাষায়, ভারত সরকার মসজিদগুলোকে ফাঁকা করে ফেলেছে। কিন্তু পাকিস্তানে মন্দিরগুলোর প্রতি সম্মান দেখানো হচ্ছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন