
ফের উত্তপ্ত কাশ্মীর। রোববার বিকেলে পাক রেঞ্জার্সের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে ভারতীয় সেনারা। রোববার বেলা একটা নাগাদ ছোট অস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালায় পাকিস্তান। শুরু হয় গুলির লড়াই৷ ভারতীয় সেনা সূত্রে জি নিউজ এ খবর দিয়েছে।এ হামলা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত শুক্র ও শনিবার জম্মু কাশ্মীর সফরে যান। সেখানে সীমান্তে প্রহরারত সেনাদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেন তিনি। পাকিস্তানের তরফ থেকে বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন সেনাপ্রধান৷ ভারতীয় সেনাও তৈরি রয়েছে বলে জানান তিনি।
যুদ্ধ না হলেও দুই তরফ থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি রয়েছে বলে জানান হয়েছে। শুধুমাত্র জুলাইয়ের শেষেই পাক সেনার তরফে ২৯৬বার সংঘর্ষের কথা জানানো হয়েছে।
এদিকে গত ৩০ আগস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু কমান্ডো গুজরাতের কচ্ছ উপসাগরের হারামি নালা উপকূল পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এই সব কমান্ডো আণ্ডার ওয়াটার অ্যাটাকে দক্ষ। ফলে সতর্ক করা হয়েছে ভারতের উপকূলরক্ষী বাহিনীকে।
ইসমাঈল আহার/পাবলিক ভয়েস

