বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড়; আওয়াজ তুললেন মমতাও

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
মমতা বন্দ্যোপাধ্যায়

আসামে জাতীয় নাগরিকদের চূড়ান্ত তালিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। বিজেপির এমন কর্মকাণ্ডের সমালোচনা করতে ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। বললেন, এনআরসি বিভ্রাট ওদের মুখোশ খুলে দিয়েছে। একইসঙ্গে নাম বাদ পড়া আসামের বাংলাভাষী মানুষদের সমবেদনা জানালেন৷ আসামে এনআরসির তালিকা প্রকাশের পর তাতে ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে।

শনিবার সন্ধ্যায় জোড়া টুইট করে এই ইস্যুতে বিজেপির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখলেন, “রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।’

মমতা আরও লিখেছেন, ‘বাংলাভাষী ভাইবোনদের জন্য খারাপ লাগছে। জাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাদের।’ লোকসভা ভোটের আগেই আসামে নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে সবার আগে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম এনআরসির প্রথম তালিকা প্রকাশের পর তার বিরোধিতা করেছিলেন। সেই সময় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক সংসদীয় প্রতিনিধিদল অসম পাঠিয়েছিলেন মমতা।

সর্বানন্দ সোনোয়াল সরকারের পুলিশ শিলচর বিমানবন্দরের বাইরে পা রাখতে দেয়নি তাদের। এদিন আবারও এনআরসির তালিকা প্রকাশের পর ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরেই টুইট করে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন