আমেরিকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৫, আহত ২১

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। মিডল্যান্ডের পুলিশ জানায়, শনিবার হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। হামলায় অংশ নিয়েছে তিন বন্দুকধারী।

পুলিশ কর্তৃপক্ষের ফেসবুক পোস্টের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম পার্সটুডে জানায়, সন্দেভাজন এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশের বেশ কয়েকটি সংস্থা। এর আগে, গত ৪ আগস্ট টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছিলেন। টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে।

শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে- বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকট থেকে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন