মার্কিন প্রতিনিধি পরিষদে কাশ্মীর ইস্যু, স্বাগত জানাল পাকিস্তান

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
কাশ্মীরি জনগণের ওপর ভারতীয় সেনাদের অকথ্য নির্যাতন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি। একে অনেক বড় ঘটনা বলে উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মার্কিন প্রতিনিধি প্রতিনিধি পরিষদের উদ্যোগকে শনিবার (৩১ আগস্ট) স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপের সময় শাহ মেহমুদ কোরেশি বলেন, মার্কিন প্রতিনিধি পরিষদে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিকভাবে আবারো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের জন্য সারা বিশ্বের মানুষ এগিয়ে আসছেন। কাশ্মীরি জনগণের উপর ভারতীয় বাহিনীর নির্যাতনের ব্যাপারে সারাবিশ্বে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য আমেরিকায় বসবাসরত পাকিস্তানি কমিউনিটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিদেশে বসবাসরত পাকিস্তানি জনগণ কাশ্মীর ইস্যুটিকে তুলে ধরার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সাব-কমিটি এশিয়ার সভাপতি ব্র্যাড শেরমান ঘোষণা করেন, শিগগিরই এ সাব কমিটি কাশ্মীর পরিস্থিতি নিয়ে শুনানি করবে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কংগ্রেসের প্রস্তাব কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব সহকারে তুলে ধরবে এবং এরইমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কাশ্মীর ইস্যু তোলা হয়েছে।

ভারতীয় সেনাদের হাতে নির্যাতিত তরুণ

এর আগে সোমবার (৫ আগস্ট) ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে কাশ্মীরজুড়ে এখনও ভয়ংকর পরিস্থিতি ও এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে৷ এখন চলছে কারফিউ। দোকানপাট বন্ধ রয়েছে। সেনাদের নির্যাতনে উপত্যকার জনগণের জনজীবন হুমকির মুখে। গত দু’একদিন আগে সেনাদের নির্যাতনের ভয়াবহ খবর উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। অকথ্য নির্যাতনের বর্ণনা দিয়েছেন এক ব্যক্তি। ছবিতে দেখা গেছে, ওই ব্যক্তির পিঠে রক্তের ছপ ছপ দাগ বানিয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এসব কিছুর পরও ভারত দাবি করে আসছে কাশ্মীর শান্ত আছে এবং তাদের সেনারা দমন-পীড়ন চালাচ্ছে না।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন