আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়ল ১৯ লক্ষ মুসলিম

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

ভারতের খসড়া নাগরিকপঞ্জির (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসি) তালিকা থেকে উত্তর-পূর্ব আসাম রাজ্যের প্রায় ৪০ লাখ বাঙ্গালী মুসলিম বাসিন্দা বাদ পড়েন৷ শনিবার সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করা চূড়ান্ত এ তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ বাঙ্গালী মুসলিমের নাম। জি নিউজের সংবাদে জানানো হয়, প্রকাশিত তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। শনিবার সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তার আগে থেকে উৎকণ্ঠা দানা বাঁধছিল আসামজুড়ে। ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার।

৩১ আগস্টের তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের স্থানীয় এনআরসি অফিস থেকে প্রত্যাখ্যান সংক্রান্ত আদেশের অনুলিপি দেওয়া হবে৷ এটি নিয়ে তারা ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন৷

আপিলের রায় যারা পক্ষে পাবেন তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা হবে৷ যারা আপিলে হেরে যাবেন তাদের ভাগ্যে কি আছে তা এখনো পরিষ্কার না৷ সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামের নাগরিকপঞ্জি নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে৷ সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসামের নাগরিকপঞ্জিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেন৷

তিনি বলেন, “এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।” এএফপি বলছে, নাগরিকদের এই তালিকা প্রকাশের আগে আসাম কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ১৭ হাজার সদস্য সেখানে মোতায়েন করেছে৷ আসমের কয়েকটি অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন