পাকিস্তানে বিক্ষোভের নেতৃত্ব দিলেন ইমরান খান

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে পাকিস্তানের গণবিক্ষোভে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসেন। শুক্রবার দুপুরে পাকিস্তান ও কাশ্মীরের জাতীয় সঙ্গীত সম্প্রচারের পর দেশজুড়ে সাইরেন বেজে ওঠে। এসময় বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে কয়েক মিনিটের গাড়ি চলাচল বন্ধ থাকে। রাজধানী ইসলামাবাদেরর কনস্টিটিউশন অ্যাভিনিউতে সরকারি কার্যালয়ের সামনে কয়েক হাজার মানুষ জড়ো হন। এখানেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এসময়ে বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলটি মুক্ত করতে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কাশ্মীরের পাশে থাকবো। নাৎসী জার্মানির থার্ড রাইখের সঙ্গে তুলনা করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা মারেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে ইমরান খানের নিউ ইয়র্ক সফরে যাওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। চলতি শুক্রবারে সেই ধারাবাহিকতার প্রথম বিক্ষোভটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং জনগণ মানববন্ধনে অংশ নেন। সে সময় জম্মু কাশ্মিরের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।রাজধানী ইসলামাবাদে সরকারি অফিসের সামনে তারা অবস্থান নেন।

এক টুইটবার্তায় ইমরান বলেন, ‘আমি চাই কাশ্মিরিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শুক্রবার দুপুর ১২টার দিকে সব পাকিস্তানি একত্রিত হোক। তিনি বলেন, ‘কাশ্মিরিদের আমরা বলতে চাই যে, আমরা তোমাদের পাশে আছি।’ পাকিস্তান সরকারের পরিকল্পনা তুলে ধরে ইমরান বলেন, ‘প্রথমে আমি কাশ্মিরিদের সঙ্গে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি নিজেকে কাশ্মিরের দূত হিসেবে ঘোষণা করলাম। যেসব রাষ্ট্রনেতাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে তাদের কাছে বিষয়টি তুলে ধরেছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণেও কাশ্মির ইস্যু তুলে ধরব’

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন