
সিরিয়ার সেনাদল ও মিত্র বাহিনী ইদলিব প্রদেশে বিজয়ের ধারা অব্যাহত রেখেছে এবং প্রদেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ তিন শহরকে মুক্ত করেছে। শহরগুলো হচ্ছে- খওয়াই, জারজোর এবং আত তামানাহ্। এ শহর তিনটি ইদলিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
সিরিয়ার সরকার বিরোধী সূত্রগুলো দাবি করছে, ইদলিব শহরের উপকণ্ঠে বোমা বর্ষণ করা হয়েছে। কৌশলগত শহরটি দখলে পদাতিক বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে এ বোমা বর্ষণ করা হয়। তারা বলছে, অনেক উঁচু থেকে যুদ্ধবিমান দিয়ে এসব বোমা বর্ষণ করা হয়। যুদ্ধবিমানগুলো রাশিয়ার হতে পারে বলে ধারণা ব্যক্ত করা হয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাইয়ের নেতৃত্বাধীন দেশটির অভিজাত সেনাবাহিনী সিরিয়ার রিপাবলিকান গার্ডসের শত শত সেনার পাশাপাশি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের ইদলিবে মোতায়েন করা হয়েছে বলে এসব সূত্র দাবি করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাতে বিজয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই ইদলিবে নতুন সফলতা অর্জন করল সিরীয় বাহিনী।
আই.এ/পাবলিক ভয়েস

