

গোপন বৈঠককালে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে বন্দর নগরীর গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এবং অন্যরা জামায়াতের বিভিন্ন পদে রয়েছেন বলে জানিয়েছে পু্লিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া। তিনি জানান, চট্টগ্রামের গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিআরএস/পাবলিক ভয়েস