
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ৮ হাজার ৬শ’ করা হচ্ছে। কিন্তু মার্কিন বাহিনী সেখানে থাকবেই। এমনকী ১৮ বছরের আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও এ সামরিক উপস্থিতি রাখা হবে।
বৃহস্পতিবার ‘ফক্স নিউজ’ বেতারে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হ্যাঁ, সেখানে উপস্থিতি বজায় রাখতে হবে। সেখানে আমরা উপস্থিতি রাখব। আমরা সে উপস্থিতি অনেকটাই কমিয়ে ফেলছি। কিন্তু সেখানে সবসময়ই উপস্থিতি রাখা হবে।” ট্রাম্প বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৮ হাজার ৬শ’ তে নামিয়ে আনা হচ্ছে। “এরপর সেখানে কি ঘটে তা দেখে আমরা মনস্থির করব।”
আফগানিস্তানে বর্তমানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা সদস্য আছেন। তালেবান বলছে, তারা আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
চুক্তিতে তালেবান আফগানিস্তানকে অন্যান্য গোষ্ঠীর আখড়া হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিলে এর বিনিময়ে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, “আমরা শিগগিরই আমাদের মুসলিমদের জন্য, স্বাধীনতাকামী জাতির জন্য সুখবর পাব।”
আই.এ/পাবলিক ভয়েস

