
৫ আগস্ট সোমবার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয় ভারতীয় সরকার। এই পরিপ্রেক্ষিতে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল হুসেনের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার ইমরান খান ওই দুই নেতার সাথে টেলিফোনে কথা বলেন। খবর ডন নিউজের।
খবরে জানানো হয়েছে, ওই টেলিফোন আলাপকালে ইমরান খান দুই নেতাকে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি জম্মু কাশ্মীর নিয়ে ভারতের গৃহীত ‘অবৈধ’ এবং ‘একতরফা’ পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন। খবরে আরও বলা হয়েছে, কাশ্মীরিরা যে কঠোর সমস্যার মুখোমুখি হয়েছেন তা তুলে ধরে ইমরান খান ম্যাখোঁকে অবহিত করেন যে, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে কারফিউের অধীনে জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক মানবাধিকার, সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
এসব বিষয়কে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের বিষয়ে গুরুত্ব আরোপের কথা উল্লেখ করে ম্যাখোঁ জানান যে, ফ্রান্স জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেছেন ফরাসী প্রেসিডেন্ট।
দুই নেতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। সংলাপের মাধ্যমে কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ। জর্ডান কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অন্যান্য দেশগুলির সাথে পরামর্শ করবে বলে জানান তিনি।
আই.এ-পাবলিক ভয়েস

