
ইসারাইলের বিরুদ্ধে ‘অতর্কিত’ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবানন, সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরাইলের চলমান দ্বন্দের মধ্যেই গত ২৭ আগস্ট রাতে টেলিভিশন সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপ-নেতা শেখ নাইম কাশেম এমন মন্তব্য করেন।
তিনি বলেন, হামলার প্রতিক্রিয়ায় হামলা চালানো হবে। সময় মতোই সব সিদ্ধান্ত আসবে। এরপরই বুধবার (২৮ আগস্ট) লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে দু’টি ইসরাইলি ড্রোন লক্ষ্য করে গুলি চালায় হিজবুল্লাহ। যদিও ইসরাইল জানিয়েছে, তাদের ড্রোন অক্ষত রয়েছে। এর আগে শনিবার (২৪ আগস্ট) হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুত অঞ্চলে দু’টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয় বলে জানায় সেনাবাহিনী।
লেবাননে ক্ষমতায় থাকা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিজেদের নিরাপত্তার বড় হুমকি হিসেবে বিবেচনা করে ইসরাইল। ২০০৬ সালে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী এক যুদ্ধ হয়। এতে এক হাজার ২০০ লেবানিজ এবং সেনাসহ ১৫৮ জন ইসরায়েলি নিহত হন।
আই.এ/পাবলিক ভয়েস

