কাশ্মীরে ইন্টারনেট সংযোগ চালু করার আহ্বান

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর আজ ২৫ দিন যাবৎ বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ ব্যবস্থা। এতে অঞ্চলটি পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই জম্মু কাশ্মীরের ইন্টারনেট ও মোবাইল সংযোগ চালু করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

কাশ্মীরের অচলাবস্থা উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের দাবি, জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর ভুয়া বা উসকানিমূলক তথ্যের বিস্তার রোধ করতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারত সরকারের এসব দাবিকে ভিত্তিহীন মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার এই সংগঠনটি। দেশটির এমন পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং তথ্য সরবরাহ ও প্রাপ্তির অধিকারসহ মৌলিক স্বাধীনতা হরণ হচ্ছে বলেই অভিযোগ তাদের।

অবিলম্বে ভারত সরকারের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারত সরকারের ফোন ও ইন্টারনেট সেবা বন্ধে কাশ্মীরিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত তাদের।

তিনি জানান, আরোপিত এই বিধিনিষেধে আরও ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে। অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং গুজব বিস্তারে সহায়ক হচ্ছে, যার কারণে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এদিকে কাশ্মীর উপত্যকার মাত্র ৫ জায়গায় মোবাইল ফোনের পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছে জি নিউজ। আজ এ পরিষেবা চালু করা হয়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন