কাশ্মীরে মাত্র ৫ এলাকায় মোবাইল ফোন পরিষেবা চালু

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

দীর্ঘদিন বন্ধ থাকার পর উপত্যকার ৫ জায়গায় মোবাইল ফোনের পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছে জি নিউজ। ৫ অগাস্ট সোমবার ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সেখানকার ফোন আর ইন্টারনেট যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন করে দেয় মোদি সরকার। উপত্যকা ভরে ফেলে সেনা দিয়ে। আজ ফোন আর ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করার ২৫ দিনের মাথায় মোবাইল ফোনের পরিষেবা চালু করা হল জম্মুর মাত্র ৫ জায়গায়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মুর ডোডা, কিস্তওয়ার, রামবন, রাজৌড়ি আর পুঞ্চে মোবাইল ফোনের পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। দীর্ঘ তিন সপ্তাহেরও বেশি সময়ের অচলাবস্থা কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফেরার দিকে ধীরে ধীরে এগোচ্ছে জম্মু-কাশ্মীর। গত শনিবার রাজ্যের মুখ্যসচিব রোহিত কানসল জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই ৮টি এক্সচেঞ্জের ৫,৩০০টি ফোনের সংযোগ সচল হয়ে যাবে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শ্রীনগরের দোকান এবং ওষুধের বেশকিছু ফার্মেসি খুলে গেছে। কিন্তু দীর্ঘ দিনের দমন-পীড়ন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না সেটা প্রশ্ন সাপেক্ষ। তা ছাড়া পুরো কাশ্মীর জুড়েই এখনও অচালাবস্থা। উপত্যকার বেশির ভাগ এলাকার ইন্টারনেট আর টেলি যোগাযোগই এখনও বিচ্ছিন্ন। স্বাভাবিক ছন্দে ফিরতে আরও বহু সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন