ছোটবেলার বন্ধুত্ব থেকে ভালোবাসা ও বিয়ে, মুহুর্তেই শেষ পরিণতি..!

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

ছোটবেলার বন্ধুত্ব থেকে ভালোবাসা। প্রেম প্রণয়কে পরিণতি দিতে বিয়ের পিরিতে বসে যুবক-যুবতী। কিন্তু কে জানতো বিয়ের মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি! বিয়ের আসর থেকে ওঠার পর পরই জীবনলীলা সাঙ্গ করে দেয় মদ্যপ চালকের প্রাণঘাতী ট্রাক।

ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের। নব দম্পতির বিয়ে শেষে চার্চ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি এসে নামতেও পারেননি। রাস্তায় থাকতেই অন্য একটি গাড়ী এসে পিষে দেয় নব দম্পতির গাড়ী। পুত্র ‘হারলি’ ও বউমা ‘রিহানন’কে টেনে বের করার চেষ্টাও করেন মা ‘লাশওয়ানা’। রক্তের দাগ লেগে নিজের হাত রঙিন হলেও পুত্র আর পুত্রবধূকে আর জীবিত ফিরে পাননি ‘লাশওয়ানা’।

ট্রাক চালকের বেপরোয়া ট্রাক চালোনায় প্রাণ হারায় দীর্ঘ প্রেমের প্রণয়ে আবদ্ধ নব দম্পতি। তাদের গাড়ীটিকে কয়েকবার পল্টি দেয় ট্রাকের ধাক্কা। ফলে ঘনস্থলেই তাদের মৃত্যু হয়। সূত্র: ইন্টারনেট।

/এসএস

মন্তব্য করুন