কাশ্মীর সীমান্তে পাক-ভারত সেনাদের গোলাগুলিতে নিহত ২

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

এবার ভারত-পাকিস্তান গোলাগুলির ঘটনায় আজাদ কাশ্মীরে দু’জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এতে জম্মু-কাশ্মীরের পাশাপাশি আতঙ্ক আরও বেড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ভেতর। এ কারণে ফের আকাশপথ পুরোপুরি বন্ধের বন্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। আগেই আংশিক আকাশপথ বন্ধ করেছিল ইমরান খান।

অস্ত্র বিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির দাবি, ইসলামাবাদ আগে হামলা চালালে তারাও পাল্টা জবাব দিয়েছে। আর পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনীর হামলায় আজাদ কাশ্মীরে বেশ কয়েকজন হতাহত হন।

এদিকে, রাহুল গান্ধী তার আগের বক্তব্য থেকে ফিরে মোদির সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি বলেছেন, ‘কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এনিয়ে পাকিস্তান সহিংসতা উস্কে দিচ্ছে ‘ জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবারও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফারাবাদে বিক্ষোভ হয়।তে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ভারতের বিজেপি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন