ইউরোপের আদালতে কোরবানী বিতর্ক: ইহুদি-মুসলিমদের প্রতিবাদ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

অচেতন না করে পশু কোরবানী করা যাবে না, এমন আইনের জন্য ইউরোপের আদালতে যাচ্ছে বেলজিয়াম৷ এর প্রতিবাদ করেছেন ইহুদি ও মুসলিমরা৷ বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলে আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে অচেতন না করে পশু কুরবানি নিষিদ্ধ করা হচ্ছে৷ এর আগে দেশটির ফ্ল্যান্ডার্স অঞ্চলেও এ বছরের প্রথম দিন থেকে এ আইন প্রয়োগ করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার ডয়চে ভেলে এ খবর দিয়েছে।

এই পদক্ষেপের কারণে মুসলিম ও ইহুদি মনে করছেন, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সেখানে কোরবানী বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে৷ স্থানীয় ইহুদিদের প্রতিবাদের মুখে ডাচ ভাষাভাষী ফ্ল্যান্ডার্স অঞ্চলে নেয়া সিদ্ধান্তটি এরই মধ্যে গড়িয়েছে ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিসে (ইসিজে)৷ বেলজিয়ামের সাংবিধানিক আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য ইসিজের শরণাপন্ন হয়েছে৷

নরওয়ে, আইসল্যান্ড, স্লোভেনিয়া, ডেনমার্ক ও সুইডেন বিষয়টি আগেই নিষিদ্ধ করেছে৷ এবার বেলজিয়াম সেখানে যুক্ত হলো৷ জার্মানিতে ইহুদিদের কেন্দ্রীয় কাউন্সিল বিষয়টির প্রতিবাদ জানিয়েছে৷ তাদের বক্তব্য এমন আইন ধর্ম পালনের স্বাধীনতা খর্ব করছে৷ ‘‘অ্যানেস্থেসিয়া ব্যবহার করার নীতিমালা যা এবার ওয়ালোনিয়াতেও কার্যকর হতে যাচ্ছে, এসবই হলো ইউরোপে ধর্মের স্বাধীনতা খর্ব করার পায়তারা,”

নিউইয়র্কভিত্তিক ভাইস নিউজের এক খবরে বলা হয়, যুক্তরাজ্যের দুই প্রধান হালাল সনদপ্রদানকারী প্লাটফর্ম হালাল ফুড অথরিটি ও হালাল মনিটরিং কমিটি ভিন্ন ভিন্ন মত দিয়েছে৷ হালাল ফুড অথরিটি বলছে, অচেতন করার পর যদি প্রাণি জীবিত থাকে, তাহলে এই কুরবানিতে কোনো সমস্যা নেই৷ কিন্তু হালাল মনিটরিং কমিটি অচেতন করার পক্ষে নয়৷

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন